Popular posts from this blog
ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরাম এর নির্বাহী মন্ডলীর সভা অনুষ্ঠিত
অদ্য ৮ ফেব্রয়ারি ২০২০ জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরামের নির্বাহী মন্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সি.কে সরকার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রিপন), যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ ও সংগাঠনিক সম্পাদক আব্দুল হালিম। উক্ত আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, ১. সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ন ২. প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিষদের সকল সদস্য আজীন সদস্য মর্যাদা পাবেন ৩. নির্বাহী পরিষদ ১৫ সদস্যের অতিরিক্ত না হওয়া ৪. সরকারি গেজেট অনুযায়ি সাংবাদিক মর্যাদাপ্রাপ্তদের সদস্যপদে অর্ন্তভূক্তি করা ৫. দাপ্তরিক সকল কাগজপত্র ছাপানো ৬. নির্বাহী পরিষদ কর্তৃক গঠনতন্ত্র প্রণয়ন করা এবং ইজিএম কর্তৃক গঠনতন্ত্র অনুমোদন হওয়া ৭. সদস্য আপডেট করা ৮. ছোটপরিসরে গেটটুগেদার করা ৯. বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করা ১০. মুজিব শতবার্ষিকী উপলক্ষে স্মরণীকা প্রকাশ করা ১১. সংগঠনের সদস্য মিথুন মাহাফুজ, সভাপতি সি কে সরকারের পিতা ও সাংগাঠনিক সম্পাদক আব্দুল হালিমের বোনের অকাল মৃতু্্যতে তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহিত হওয়া ১২. মুজিব শতবার্ষিকী উপলক্ষে স্মরণ...
৬৪ জেলার সাংবাদিকদের সঠিক সংখ্যা ও প্রণোদনা প্রসঙ্গ
সংবাদকর্মীদের দেশব্যাপী কোন তালিকা প্রস্তুত নেই। অনতিবিলম্বে ৬৪ জেলার জেলা প্রশাসকগণের উচিত মুলধারার সাংবাদিকদের একটি তালিকা তৈরী করা। প্রতিটি দুর্যোগকালে সঙ্কট দেখা দিয়েছে শুধুমাত্র কর্মঅদক্ষতা ও অবহেলার কারণে। কোন জেলায় কতজন মুল ধারা সাংবাদিক রয়েছে তার কোনো তালিকা আজ পর্যন্ত তেরী করার উদ্যোগ নেয়া হয়নি। একজন জেলা প্রশাসকের নিকট জেলার সাংবাদিকদের তালিকা থাকার প্রয়োজন আছে । বিএফইউজে ও ডিইউজে সাংবাদিকদের একটি তালিকা রয়েছে। এ তালিকার বাইরে জেলা পর্যায় সাংবাদিকদের তালিকার প্রয়োজন রয়েছে। ডিইউজে ও বিএফইউজে কর্তৃক মাননীয় তথ্যমন্ত্রীর হাতে ৫ হাজার ৭৭১ সাংবাদিকের তালিকা দেওয়া হয়েছে এর বাইরেও অনেক মুল ধারার সাংবাদিক রয়েছে। সে তালিকা তৈরী করা প্রয়োজন আছে । সাংবাদিক সমাজের জন্য সরকার প্রনোদনা দেওয়ার যে, আশ্বাস দিয়েছেন, তা সঠিকভাবে মুলধারার সাংবাদিকদের তালিকা তৈরী না করলে অনেকে বঞ্চিত হবেন আবার অসাংবাদিকরা সেুযোগ গ্রহণ করবে। কেউ যেন বঞ্চিত না হয়। বিশ্ব করোনা যুদ্ধে মহামারী ও দুর্যোগ অনুভব করতে পারছে প্রতিটি পরিবার। সরকারের প্রতিটি পরিবারের দুর্ভোগ মোকাবেলায় সচ্ছতা ও জবাব দিহিতা থাক...

Comments
Post a Comment