Posts

Showing posts from February 2, 2020

ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরাম এর নির্বাহী মন্ডলীর সভা অনুষ্ঠিত

অদ্য ৮ ফেব্রয়ারি ২০২০ জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরামের নির্বাহী মন্ডলীর সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সি.কে সরকার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রিপন), যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ ও সংগাঠনিক সম্পাদক আব্দুল হালিম। উক্ত আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, ১. সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ন ২. প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিষদের সকল সদস্য আজীন সদস্য মর্যাদা পাবেন ৩. নির্বাহী পরিষদ ১৫ সদস্যের অতিরিক্ত না হওয়া ৪. সরকারি গেজেট অনুযায়ি সাংবাদিক মর্যাদাপ্রাপ্তদের সদস্যপদে অর্ন্তভূক্তি করা ৫. দাপ্তরিক সকল কাগজপত্র ছাপানো ৬. নির্বাহী পরিষদ কর্তৃক গঠনতন্ত্র প্রণয়ন করা এবং ইজিএম কর্তৃক গঠনতন্ত্র অনুমোদন হওয়া ৭. সদস্য আপডেট করা ৮. ছোটপরিসরে গেটটুগেদার করা ৯. বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করা ১০. মুজিব শতবার্ষিকী উপলক্ষে স্মরণীকা প্রকাশ করা ১১. সংগঠনের সদস্য মিথুন মাহাফুজ, সভাপতি সি কে সরকারের পিতা ও সাংগাঠনিক সম্পাদক আব্দুল হালিমের বোনের অকাল মৃতু্্যতে তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহিত হওয়া ১২. মুজিব শতবার্ষিকী উপলক্ষে স্মরণ...