৬৪ জেলার সাংবাদিকদের সঠিক সংখ্যা ও প্রণোদনা প্রসঙ্গ
সংবাদকর্মীদের দেশব্যাপী কোন তালিকা প্রস্তুত নেই। অনতিবিলম্বে ৬৪ জেলার জেলা প্রশাসকগণের উচিত মুলধারার সাংবাদিকদের একটি তালিকা তৈরী করা। প্রতিটি দুর্যোগকালে সঙ্কট দেখা দিয়েছে শুধুমাত্র কর্মঅদক্ষতা ও অবহেলার কারণে। কোন জেলায় কতজন মুল ধারা সাংবাদিক রয়েছে তার কোনো তালিকা আজ পর্যন্ত তেরী করার উদ্যোগ নেয়া হয়নি। একজন জেলা প্রশাসকের নিকট জেলার সাংবাদিকদের তালিকা থাকার প্রয়োজন আছে ।
বিএফইউজে ও ডিইউজে সাংবাদিকদের একটি তালিকা রয়েছে। এ তালিকার বাইরে জেলা পর্যায় সাংবাদিকদের তালিকার প্রয়োজন রয়েছে। ডিইউজে ও বিএফইউজে কর্তৃক মাননীয় তথ্যমন্ত্রীর হাতে ৫ হাজার ৭৭১ সাংবাদিকের তালিকা দেওয়া হয়েছে এর বাইরেও অনেক মুল ধারার সাংবাদিক রয়েছে। সে তালিকা তৈরী করা প্রয়োজন আছে । সাংবাদিক সমাজের জন্য সরকার প্রনোদনা দেওয়ার যে, আশ্বাস দিয়েছেন, তা সঠিকভাবে মুলধারার সাংবাদিকদের তালিকা তৈরী না করলে অনেকে বঞ্চিত হবেন আবার অসাংবাদিকরা সেুযোগ গ্রহণ করবে। কেউ যেন বঞ্চিত না হয়। বিশ্ব করোনা যুদ্ধে মহামারী ও দুর্যোগ অনুভব করতে পারছে প্রতিটি পরিবার। সরকারের প্রতিটি পরিবারের দুর্ভোগ মোকাবেলায় সচ্ছতা ও জবাব দিহিতা থাকা অত্যন্ত বাঞ্চনীয় বলে আমি মনে করছি।
শুভেচ্ছান্তে,
রফিকুল ইসলাম রিপন
সাধারন সম্পাদক, ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরাম
সম্পাদক, পার্লামেন্ট ওয়াচ
Comments
Post a Comment